৭২ ঘণ্টায় সমস্যা সমাধান না হলে মেয়রকে জানান


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৫ মার্চ ২০১৬

শনিবার, রাজধানীর মুগদা। ছয় নম্বর ওয়ার্ডের কয়েক শ’ মানুষ জমায়েত হয়েছিলেন এলাকার ওয়াসা রোডে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন স্থানীয় এমপি সাবের হোসেন চৌধুরীকে নিয়ে এসেছেন সবার কথা শোনার জন্য।

ওয়ার্ড কাউন্সিলর বিএম সিরাজুল ইসলাম ভাট্টির পরিচালনায় মন খুলে বিভিন্ন সমস্যা ও পরামর্শ জানালেন সবাই। কেউ বললেন, রান্নার গ্যাস থাকে না। কেউ বললেন, পয়ঃনিষ্কাশনের নালা উপচে পড়ছে। ভাঙা কালভার্ট ও সেতুতে ওঠার ঢালুপথ মেরামতের অনুরোধ এল। যানজট নিরসনে রাস্তা সম্প্রসারণের কথাও বললেন কেউ। ফুটপাত দখলমুক্ত করা, কমিউনিটি সেন্টারের ভেতর স্থাপিত থানা সরানো, খেলার মাঠের প্রয়োজনের পাশাপাশি রাস্তার ওপর ময়লা, কুকুরের আধিক্য, মশা আর মাদকের উপদ্রবের কথা বললেন অনেকেই।  

সাঈদ খোকন ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর ২০১৬’ বাস্তবায়নে ‘জনপ্রতিনিধি জনতার মুখোমুখি’ আয়োজনের প্রথম পর্ব এভাবেই শুরু হয়েছে। বিপুল ধৈর্য ধরে সংসদ সদস্য এবং মেয়র দু’জনেই নাগরিকদের কথা শুনেছেন এবং সমাধানের উদ্যোগ নিয়েছেন দেখে মানুষ তাদের আস্থাও ব্যক্ত করেছে।

ছয় নম্বর ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে মার্চ মাসেই এলাকায় ১০০ নতুন ডাস্টবিন স্থাপনের ঘোষণা দিয়েছেন সাঈদ খোকন। সমগ্র সিটি কর্পোরেশনে হাজার হাজার নতুন ডাস্টবিন দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। মশা নিধনে ফগার যন্ত্রধারীদের তদারকের জন্য ওয়ার্ড পরিষদের সদস্যদের তাৎক্ষণিক নির্দেশও দিয়েছেন মেয়র।

অবিলম্বে মাদকব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেফতার করা, ভাঙা কালভার্ট, পুল, পয়ঃনালা মেরামতের কাজ হাতে নেয়ার কথা ঘোষণার পাশাপশি সিটি কর্পোরেশনের যেকোনো সমস্যা ৭২ ঘণ্টায় সমাধান না হলে মেয়রকে জানানোর কথাও বলেছেন তিনি।

অবাঞ্ছিত কুকুর নিধনে সিটি কর্পোরেশন আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে জানিয়ে মেয়র বলেন,  গ্যাসের অপ্রতুলতা, যানজটসহ বেশকিছু সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন দফতরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় উপস্থিত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী জনতার মুখোমুখি হওয়ার মেয়রের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথে এগোতে জনপ্রতিনিধিরা দল-মত নির্বিশেষে কাজ করবেন। কারো একার পক্ষে তা সম্ভব নয়, এগিয়ে আসতে হবে সকলকে।’

এসএ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।