বাণী-বচন : ০৬ মার্চ ২০১৬
একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি ততো সহজে অপমান ভোলে না। -জর্জ লিললো
একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা। -শেখ সাদী
একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান। -ইউরিপিদিস
বচন
খনা বলে শুন কৃষকগণ
হাল লয়ে মাঠে বেরুবে যখন
শুভ দেখে করবে যাত্রা
না শুনে কানে অশুভ বার্তা।
ক্ষেতে গিয়ে কর দিক নিরূপণ,
পূর্ব দিক হতে হাল চালন
নাহিক সংশয় হবে ফলন।
এইচআর/এমএস