হাজারো মানুষের দুর্ভোগের সমাধান একটি ব্রিজ


প্রকাশিত: ০৫:৪১ এএম, ০৬ মার্চ ২০১৬

ঝিনাইদহের দুই ইউনিয়নের হাজারো মানুষের সীমাহীন দুর্ভোগ চলে আসছে বছরের পর বছর। যেন কারও কিছুই করার নেই। ঝিনাইদহের কালীগঞ্জ ১নং সুন্দরপুর ইউনিয়ন ও ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের সংযোগস্থল বদর ঘাটে চিত্রা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। কিন্তু কথাটা যেন কেউ শুনেও শোনে না।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাঝ দিয়ে বয়ে চলা চিত্রা নদীতে বদর ঘাটের বাঁশের সাঁকোটি উপজেলার দুই ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপন করেছে। নদীর পাড়ে বদর নামের এক ইসলাম ধর্ম প্রচারকের কবরস্থান আছে। নাব্যতার কারণে নদী প্রস্থে কমে আসায় ও পানি কম থাকায় প্রায় ৫০ বছর আগে এলাকাবাসি নিজেদের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করে। সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হতে হয় দুই ইউনিয়নের কমপক্ষে ৭ গ্রামের মানুষকে।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফুল ইসলাম জানান, সাঁকোর উত্তর পাশের সিংদহ, আলাইপুর, কমলাপুরসহ ৪/৫ গ্রামের মানুষকে সাকোর দক্ষিণের পার -শ্রীরামপুর, চাঁচড়া, সুন্দরপুর যেতে হয়। সাঁকোর দু`পাশের গ্রামের মানুষ নদীর পাড়ের মানুষের সাথে সহজে ও কম সময়ে যোগাযোগ করতে পারে।

পার-শ্রীরামপুর গ্রামের শাহিনুর ও চাঁচড়া গ্রামের অসীম জানান, তারা এই সাঁকো পার হয়ে গান্না বাজার থেকে মাছ কিনে কালীগঞ্জ শহরে বিক্রি করেন। এতে তাদের সময়, শ্রম ও অর্থেও সাশ্রয় হয়। মধুপুর গ্রামের মুকুল শহরের একটি জুয়েলারী দোকানে কাজ করেন। সাঁকো পার হয়ে অল্প সময়ে শহরে যাতায়াত করতে পারে বলে তিনি জানান। ব্রিজ হলে নদীর দক্ষিণের গ্রাম মধুপুর, চাঁচড়া, চাঁদবা, শ্রী-রামপুর গ্রামের মানুষ তাদের উৎপাদিত ফসল আমতলা বাজার, গান্না বাজারসহ কালীগঞ্জ বাজারে আনতে কম সময় ও পরিবহন খরচ আরো কমে যাবে। এতে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন।

এ ব্যাপারে ১নং সুন্দরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলিনুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, প্রতিবছর তারা বেশ অর্থ ব্যয়ে বাঁশের সাঁকো তৈরী করে দেন, যা বছর শেষ না হতেই নষ্ট হয়ে যায়। ব্রিজ নির্মাণের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের সাথে কথা বলেছেন। এমপি বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্রিজ নির্মাণের জন্য চেষ্টা করছেন বলে তাকে আশ্বস্ত করেছেন বলেও তিনি জানান।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ৬ মাস আগে বদর ঘাটে ব্রিজ নির্মাণের জন্য অর্থ বরাদ্ধ চেয়ে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের সুপারিশসহ একটি প্রস্তাবনা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।