গ্যাসের আগুনে দগ্ধ সুমাইয়া মারা গেছেন


প্রকাশিত: ১০:১৫ এএম, ০৬ মার্চ ২০১৬

রাজধানীর উত্তরায় গ্যাসের আগুনে দগ্ধ সুমাইয়া খানম মারা গেছেন। রোববার বেলা সোয়া তিনটার দিকে রাজধানীর সিটি হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিটি হাসপাতালে বার্ন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক রাশেদ মাহমুদ জাগো নিউজকে জানান, বেলা ৩টা ১৫ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় এর কিছুক্ষণ পর মারা যান তিনি।

দশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলে গেলেন সুমাইয়া। এর আগে শনিবার রাত ১২টা থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। গত মঙ্গলবার অপেক্ষাকৃত ভালো চিকিৎসার জন্য সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
এদিকে সুমাইয়ার দেবর মাহমুদুল হাসান জানান, মূলত তিনি ক্লিনিক্যাল ডেথ। তবে চিকিৎসকরা বিষয়টি নিয়ে লুকোচুরি করছেন বলে অভিযোগ করেন তিনি।    
 
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সপ্তম তলার একটি ফ্ল্যাটে গ্যাসের আগুনে দগ্ধ হন সুমাইয়া (৯০ শতাংশ দগ্ধ) ও তাঁর পরিবারের সবাই।

এআর/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।