ফিজিতে সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৬ মার্চ ২০১৬

ফিজিতে ভয়াবহ সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটিতে এক মিলিয়ন ডলার ( প্রায় ৮ কোটি টাকা ) নগদ অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন।

গত ২০ ফেব্রুয়ারি এক প্রলয়ঙ্কাকারী সাইক্লোনে ফিজিতে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দেয় ।

উল্লেখ্য, এর আগে নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছিলেন ।

এসএ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।