এয়ার এরাবিয়ার সিটে মিললো ১২টি সোনার বার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৭ এপ্রিল ২০২৩

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ের শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে পাওয়া গেছে ১২টি সোনার বার।

রোববার (১৬ এপ্রিল) এয়ার এরাবিয়ার জি-৯৫২২ ফ্লাইটে তিনটি সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো পাওয়া গেছে। উদ্ধার হওয়া সোনার বারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেন, শাহজাহ থেকে এয়ার এরাবিয়ার জি-৯৫২২ ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শাহ আমানতে অবতরণ করার কথা ছিল। কিন্তু ফ্লাইটটি আসে ৭ টা ৩৩ মিনিটে। ফ্লাইট থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর রামেজিং করার সময় তিনটি সিটের নিচ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া ১২টি সোনার বারের ওজন ১ কেজি ৩৯২ গ্রাম।

ইকবাল হোসেন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।