উত্তম জিনিস ক্রয়ের আমল
প্রত্যেক মানুষই চায় উত্তম জিনিস ক্রয় করার জন্য। এ জন্য মানুষ জিনিসপত্র কেনার সময় খুব খেয়াল করে সতর্কতার সঙ্গে জিনিসপত্র ক্রয় করে থাকে। জিনিসপত্র ক্রয় করার সময়ের জন্য রয়েছে একটি কুরআনি আমল। যা দুরারুত তানজিম কিতাবে উল্লেখ করা হয়েছে।
কুরআনের আমলটি হচ্ছে-
যে ব্যক্তি কোনো পোষাক-পরিচ্ছদ, জীব-জন্তু, ফল-ফলাদি অথবা অন্য যে কোনো মালামাল ক্রয় করতে চায়, আর তা উত্তম পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, সে যেন মালামাল বাছাই করার সময় কুরআনে এ আয়াত তিলাওয়াত করতে থাকে। তবে এ আয়াত তিলাওয়াত করার বরকতে ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত উত্তম বস্তুটিই সে পাবে।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনে এ আমলটি করে জিনিসপত্র কেনার সময় উত্তম জিনিস ক্রয় করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/আরআইপি