মন্ত্রণালয় ভিত্তিক তথ্য সেল চান তথ্য কর্মকর্তারা
প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে তথ্য সেল চান সরকারের তথ্য কর্মকর্তারা। সেলের আওতায় কর্মকর্তা ও জনবলও চেয়েছেন তারা।
সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরে প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরীর সঙ্গে বৈঠককালে তারা এই দাবি জানান বলে সূত্রে জানা গেছে।
বৈঠকে বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তারা কাজ করতে নিয়ে নানা সমস্যার কথাও নতুন তথ্য কর্মকর্তাকে অবহিত করেন। এসময় তার সহায়তা প্রত্যাশা করেন।
জানা গেছে, বৈঠককালে তথ্য ক্যাডারের কর্মকর্তারা পেশাগত দায়িত্ব পালনে মন্ত্রণালয় ও বিভাগগুলো তাদের লজিস্টিক সার্পোট সঠিকভাবে দিতে চান না বলেও প্রধান তথ্য কর্মকর্তাকে অবহিত করা হয়।
তারা জানান, মন্ত্রী, সচিব ও মন্ত্রণালয়ের জরুরি প্রয়োজনে সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হয়। ফোন করতে হয়। ই-মেইল করতে হয়। এসএমএস করতে হয়। কিন্তু তথ্য কর্মকর্তারা মন্ত্রণালয় থেকে কোনো ফোন বিল পান না। ইন্টারনেট ডেটা পান না। এমনকি সরকারের কোনো নির্ধারিত নম্বরও তাদের দেয়া হয় না। ফলে কাজ করতে তাদের বিরম্বনায় পড়তে হয়।
এসময় পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালনে তারা ল্যাপটপ কম্পিউটার সুবিধা জরুরি বলে প্রধান তথ্য কর্মকর্তাকে অবহিত করেন। এছাড়া অনেক তথ্য কর্মকর্তা মন্ত্রণালয় ও বিভাগে বসার জায়গা পান না। কোনো রকমে বসার জায়গা পেলে সাংবাদিকদের বসার ব্যবস্থা থাকে না বলেও উপস্থাপন করে এর সুরাহায় উদ্যোগের অনুরোধ জানান।
এসএ/একে/এবিএস