মোবাইলে শেয়ার লেনদেন শুরু হচ্ছে বুধবার


প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৮ মার্চ ২০১৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইলের মাধ্যমে লেনদেন শুরু হচ্ছে আগামীকাল (বুধবার) থেকে।

বুধবার সকাল ৯টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘ডিএসই-মোবাইল’ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এসময় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. খায়রুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও ডিএসইর পরিচালকসহ উর্ধ্বনত কর্মকর্তা ও বাজার সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

জানা গেছে, ‘ডিএসই মোবাইল’ কার্যক্রম শুরুর মাধ্যমে প্রাথমিক ভাবে এক লাখ বিনিয়োগকারী লেনদেনের সুবিধা পাবেন। বিনিয়োগকারীরা বিশ্বের যে কোন প্রান্ত থেকে শেয়ার কেনা বেচা করতে পারবেন তার মোবাইলের মাধ্যমে। এই সুবিধা পেতে হলে বিনিয়োগকারীকে ব্রোকরেজ হাউজের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড নিতে হবে।

ডিএসই জানায়, ব্রোকারেজ হাউজের চাহিদা মোতাবেক ব্যবহারকারীর সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। ব্রোকারেজ হাউজ তাদেরকে ইচ্ছে মত গ্রাহকদের এই সুবিধা দিতে পারবে। প্রথম পর্যায়ে এর কোন চার্জ ধরা হয়নি।

বিনিয়োগকারীরা যে দুটি ভার্সন ব্যবহার করতে পারবেন তার মধ্যে একটি হচ্ছে ডিএসই-মোবাইল ভিআইপি। এটি দিয়ে সরাসরি ট্রেড করা যাবে না। বিনিয়োগকারী মোবাইলে শুধু তার পোর্টফোলিও দেখতে পারবে। অন্যটি হচ্ছে ডিএসই-মোবাইল ট্রেডার। এই ভার্সন ব্যবহার করে বিনিয়োগকারী নিজে ট্রেড করতে পারবেন।

তবে, কোন বিনিয়োগকারী বাজার দরের চেয়ে বেশি দামে ট্রেড অফার করলে ব্রোকারেজ হাউজের ট্রেডার সেই আদেশ বাতিল করতে পারবেন। কিন্তু বাজার দরে আদেশ দিলে তা বাতিল করার ক্ষমতা ট্রেডারের কাছে থাকবে না।

মোবাইল এপটি একটানা ১০ মিনিট ব্যবহার না করলে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে। শেয়ার কেনা-বেচার ক্ষেত্রে প্রতিবার আদেশ দেয়ার সময় নতুন করে পাসওয়ার্ড দিতে হবে।

এসআই/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।