নারায়ণগঞ্জের চনপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১০ মে ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে সৈয়দ খাঁ (৬৫) নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১০ মে) দুপুর ২টার দিকে চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হন সৈয়দ খাঁ। তার বুকে গুলি লাগে।

আহত ব্যক্তির ছেলে জুলহাস বলেন, আমার বাবা দিনমজুরের কাজ করেন। চনপাড়া এলাকায় ইট ভেঙে একটি গলিতে দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই এলাকার জয়নাল ও সমসের গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একটি গুলি আমার বাবার বুকে লাগে।

আরও পড়ুন: রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। বর্তমানের রূপগঞ্জের চনপাড়া এলাকায় থাকি আমরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রূপগঞ্জ চনপাড়া থেকে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এক দিনমজুরকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেএজেডআইএ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।