হাসিনা সরকারের ‘অসহায়ত্বের’ প্রতি তীর ছুড়লেন বিজেপি নেতা


প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৯ মার্চ ২০১৬

বাংলাদেশে হিন্দু পুরোহিত হত্যা ও মন্দিরে হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রামানিয়ান স্বামী। ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক বা রাষ্ট্রনীতির পুনর্মূল্যায়ন করতে গিয়ে ভারতকে শেখ হাসিনা সরকারের প্রতি ‘ঝুঁকে থাকা’ বন্ধ করতে বলেছেন এই নেতা ।

সেসময় তিনি শেখ হাসিনা সরকারকে ‘অসহায়’ অথবা ‘অনৈতিক কাজের সহযোগী’ বলে তিনি অভিযোগ করেছেন। এছাড়া তার সরকারকে ঢাকার সঙ্গে নীতির পুনর্মূল্যায়ন করারও আহ্বান জানিয়েছেন তিনি।

সুব্রামানিয়ান স্বামী বলেন, কয়েক বছর ধরে বাংলাদেশে মৌলবাদী প্রবণতা বেড়েছে। এতে হিন্দুদের হত্যা, হিন্দু নারীদের অসম্মান করা ও মন্দির ভাঙার ঘটনা ঘটছে।

এটা পরিষ্কার যে হিন্দুবিদ্বেষী কর্মকাণ্ডে শেখ হাসিনা সরকার হয় অসহায় অথবা এর সহযোগী।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।