রূপগঞ্জে ৫ মাসের শিশু চুরি


প্রকাশিত: ১১:৪০ এএম, ০৯ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক প্রতেবেশীর বিরুদ্ধে রাইসা নামে ৫ মাস বয়সের শিশু চুরির অভিযোগ উঠেছে। বুধবার সকালে উপজেলার তারাব এলাকায় এ ঘটনা ঘটে। রাইসা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বইসর এলাকার রাসেল মিয়ার মেয়ে।

রাসেল মিয়া জানান, তিনি স্ত্রী রিনা আক্তার ও শিশু রাইসাকে নিয়ে উপজেলার তারাব এলাকার ছাত্তার মেম্বারের ভাড়া বাড়িতে ৭ বছর ধরে বসবাস করে আসছেন। গত দুই মাস থেকে সিমা আক্তার নামে অপর আরেক ভাড়াটিয়া ওই বাড়িতে বসবাস শুরু করেন।

বুধবার সকালে সিমা আক্তার মেলায় বেড়ানোর কথা বলে শিশু রাইসাকে নিয়ে যান। এর পর আর বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজা করেও শিশু রাইসাকে না পেয়ে দুপুরে বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি হওয়া শিশুকে উদ্ধারসহ চোরদের আটকের চেষ্টা চলছে।

মীর আব্দুল আলীম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।