রূপগঞ্জে দুই ভুয়া সাংবাদিক আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকার আবু সাঈদ ভুঁইয়ার ছেলে শরীফ ভুঁইয়া ও শেরপুর জেলার শ্রীবরদী থানার গোপালদিয়া এলাকার মজিদ হাজীর ছেলে মিজান ওরফে টাইগার মিজান।
এলাকাবাসী জানিয়েছেন, শরীফ ভুইয়া ও মিজান মাসাবো, তেতলাবো, কান্দাপাড়া, বরপা, আড়িয়াবো, কর্ণগোপসহ আশ-পাশের এলাকার নিজেদের বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে নিরীহ ও সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করে। এছাড়া চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তারা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, মঙ্গলবার বিকেলে তেতলাবো এলাকার ব্যবসায়ী আজিজুল মাতবর তার ছেলে সোহাগ মিয়াকে ২০ হাজার টাকা দেন রড কেনার জন্য। কিন্তু রড না কিনে ২০ হাজার টাকা নিয়ে সোহাগ মিয়া পালিয়ে যান।
এ সুযোগে বুধবার সকালে শরীফ ভুঁইয়া ও মিজান ব্যবসায়ী আজিজুল মাতবরের কাছে ছেলে সোহাগকে অপহরণ করা হয়েছে বলে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দাবিকৃত মুক্তিপণের টাকা দিতে না পারলে সোহাগকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়।
পরে এ বিষয়টি আজিজুল মাতবর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাসাবো এলাকা থেকে মুক্তিপণ দাবি করা ওই দুই প্রতারককে আটক করে। এসময় আটককৃতরা মুক্তিপণ দাবি করার বিষয়টি স্বীকার করেন।
তিনি আরও বলেন, ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়া সোহাগকে খুঁজে বের করার চেষ্টা চলছে। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মীর আব্দুল আলীম/এফএ/আরআইপি