চলন্ত রিকশায় ছিঁড়ে পড়লো বৈদ্যুতিক তার, দগ্ধ চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১৪ মে ২০২৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় চলন্ত রিকশায় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে দগ্ধ হয়ে মো. জাবেদুল (২৫) নামে এক রিকশাচালক মারা গেছেন। রোববার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে বায়েজিদের অক্সিজেন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাবেদুল লালমনিরহাট জেলার আদিতমারী থানার পলাশি মোড় গ্রামের মাহাতাব আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে রিকশা চালিয়ে যাওয়ার সময় ওপর থেকে বিদ্যুতের তার ছিঁড়ে জাবেদুলের মাথায় পড়ে। এসময় বিদ্যুতের তারটিতে আগুন লাগে। সেই আগুনে দগ্ধ হন জাবেদুল। দীর্ঘক্ষণ পর ফায়ার সার্ভিস খবর পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে অক্সিজেন মোড় এলাকায় বিদ্যুতের তারে লেগে দগ্ধ হওয়া জাবেদুল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তখন চিকিৎসকরা তাকে ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।