নারীরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই : বাপ্পি


প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৯ মার্চ ২০১৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পি বলেছেন, বাংলাদেশের নারীরা আজ কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। নারীরা এখন পর্বতারোহণ, বিমান চালনা করছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীতে নারীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। প্রশাসনেও সফল নারীরা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত দুই দিনব্যাপি নারী মেলার সমাপনী অনুষ্ঠানে বুধবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নারী উন্নয়ন ফোরাম এ মেলার আয়োজন করে।

বাপ্পি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের মূল্যায়নে নানা পদক্ষেপ নিয়েছেন। আজকে পিতার নামের পাশাপাশি মায়ের নামও লিখতে হচ্ছে। মায়ের নাগরিকত্বের ভিত্তিতে সন্তানের নাগরিকত্ব দেয়া হচ্ছে। বর্তমান নারীবান্ধব সরকার এমন আরো বহু পদক্ষেপ নিয়েছে। সুষ্ঠু-সুন্দর সমাজ গঠনে নারীদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে। তাহলেই কোনো অপশক্তিই আমাদের অগ্রযাত্রা রুখতে পারবে না।

নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন্নাহার, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা নাজমীন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমবি কানিজ প্রমুখ।

পরে ফজিলাতুন্নেছা বাপ্পি অতিথিবৃন্দদেরকে সঙ্গে নিয়ে মেলার সবকটি স্টল ঘুরে দেখেন। মেলায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৫টি স্টল দেয়া হয়।

আজিজুল আলম সঞ্চয়/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।