আজকের ধাঁধা : ১০ মার্চ ২০১৬
ধাঁধা :
১. ‘চার বর্ণে নাম তার
ছাত্রছাত্রীর বাস,
প্রথম দ্বিতীয় বাদে
করে সর্বনাশ!’
২. ‘চার পায়ে উড়ে যায়,
এ নয় পাখি।
কি নাম তার?
বলো তো দেখি।’
৩. ‘চার বর্ণের নাম মোর
বিছানাতে রই,
প্রথম দুটি ছেড়ে দিলে
যেথা সেথা রই।’
৪. ‘চার বর্ণের ছোট ছোট,
দুটি রংয়ের ফল।
প্রথম তিন বাদ দিলে
মেজাজ কিসে বল?’
উত্তর :
১. বিদ্যালয়
২. তেলাপোকা
৩. ছাড়পোকা
৪. করমচা
এসইউ/আরআইপি