ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
পাবনার চাটমোহরে ঢাকাগামী মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চাটমোহর স্টেশনের অদূরে ডাউন পয়েন্টে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
চাটমোহর রেল স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন সিরাজগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি চাটমোহর স্টেশনের অদূরে ডাউন পয়েন্টে পৌঁছুলে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, চটোমোহর স্টেশনের কাছে ঈশ্বরদী-ঢাকা রুটে এই দুর্ঘটনার কারণে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্টেশন মাস্টার রফিকুল ইসলাম আরো জানান, খবর পেয়ে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। অল্প সময়ের মধ্যে উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল আবারো চালু হবে।
তবে কী কারণে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে তা এখন পর্যন্ত রেল কর্মকর্তারা জানাতে পারেনি।
পশ্চিম রেলের পাকশী বিভাগের ম্যানেজার ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এক মাস আগে চাটমোহরে একটি যাত্রিবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে রাজধানীর সঙ্গে উত্তর-দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকে।
একে জামান/এআরএ/পিআর