এস আলমের আমদানি করা সয়াবিন তেল চুরি, চারজন গ্রেফতার

দেশের শীর্ষস্থানীয় ভোজ্যতেল আমদানিকারক এস আলম গ্রুপের আমদানি করা অপরিশোধিত ভোজ্যতেল চুরি ও পাচারের ঘটনায় দুই জাহাজসহ চারজনকে গ্রেফতার করেছে নৌপুলিশ।
রোববার (২৮ মে) ভোররাত সাড়ে চারটার দিকে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো গোপালগঞ্জের মো. রায়হান (২৩), খুলনার বুলবুল আহমেদ (২৫), নোয়াখালীর মো. আবদুল হক (৪২) এবং ফেনীর ওহিদুর নবী।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জাগো নিউজকে বলেন, শনিবার দিনগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের আমদানি করা অপরিশোধিত ভোজ্যতেল বহনকারী এমটি বুলবুল থেকে এমভি ওশান ভিউ জাহাজে ১২শ লিটার ভোজ্যতেল চুরি করে পাচার করা হচ্ছে। এরপর রাতেই অভিযান চালিয়ে ডায়মন্ড সিমেন্ট ঘাট এলাকা থেকে এমভি ওশান ভিউ জাহাজটি আটক করে জাহাজটির পানির ট্যাংকিতে প্রায় ১২শ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। জাহাজ থেকে দুজনকে আটক করা হয়। পরে আটকদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এমটি বুলবুল জাহাজটিসহ তেল পাচারে জড়িত আরও দুজনকে আটক করা হয়। অভিযানের সময় কৌশলে অন্য নৌকায় করে ৫ জন পালিয়ে যায়।
আরও পড়ুন: ছাগল চুরি করে বিক্রি করতে যাওয়ার পথে আটক ছাত্রলীগ নেতা
এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্ণফুলী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক চারজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
ইকবাল হোসেন/এমএইচআর/জিকেএস