মালিতে বাংলাদেশ পুলিশ ইউনিটের টহল টিমে হামলা, আহত ৩
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফরমড্ পুলিশ ইউনিটের টহল টিমের গাড়িবহরে ওপর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলা হয়েছে। এ ঘটনায় ব্যানএফপিইউ-২, মিনুসমা, মালির তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া পুলিশ সদস্যদের বহনকারী আর্মাড পারসোনেল ক্যারিয়ারটি (এপিসি) ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (২৮ মে) মালির স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে ৯টায় এ হামলার ঘটনা ঘটে।
সোমবার (২৯ মে) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, ব্যানএফপিইউ-২ এর টহল টিমটি মালির তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম সুপার ক্যাম্প হতে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে গুন্দাম-তংকা-নিয়াফুংকে হাইওয়ের পাহাড় সংলগ্ন নির্জন মরুভূমির রাস্তায় পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে। এর আগেও এলাকাটিতে বেশ কয়েকটি আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টহল ডিউটিতে নিয়োজিত পুলিশের শান্তিরক্ষীরা রাস্তার মাঝখানে একটি সন্দেহজনক গর্ত দেখতে পান। তারা কৌশলে গর্তটি অতিক্রম করার সময় আইইডিটি বিস্ফোরিত হয়। শান্তিরক্ষীদের বুদ্ধিমত্তা এবং তাদের বহনকারী এপিসিটি উচ্চমাত্রার বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম হওয়ায় তারা বড় বিপদ থেকে রক্ষা পান।
তিনি আরও জানান, ব্যানএফপিইউ-২, মিনুসমা, মালির সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব এবং সতর্কতার সঙ্গে শান্তিরক্ষার দায়িত্ব পালন করায় মিনুসমা কর্তৃপক্ষ তাদের ভূয়সী প্রশংসা করেন।
আরএসএম/ইএ/এএসএম