পাঁচ দিনব্যাপী দম্পতি মেলা শুরু


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ১২ মার্চ ২০১৬
ফাইল ছবি

দম্পতি দিবস উপলক্ষে ‘আদর্শ দম্পতি উন্নত সভ্যতার ভিত্তি’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ইপিএল প্লাস্টিক দম্পতি মেলা-২০১৬।

গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দম্পতি সোসাইটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা আয়োজন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন সংগঠনটির সভাপতি আঞ্জুমান আরা বকুল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫ মার্চ দম্পতি দিবস। এ উপলক্ষে ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে দম্পতি মেলা। পাঁচ দিনব্যাপী এ মেলায় আলোচনা সভা, দম্পতিদের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকছে নানা আয়োজন। মেলা উদ্বোধন করেন নায়করাজ রাজ্জাক ও তার স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মী।

সংগঠনটির কোষাধ্যক্ষ রহিম সরোয়ার, টাইটেল স্পন্সর ইপিএলের সিইও শরিফুর পারভেজ ভূইয়া, উজ্জ্বল আহমেদ, ইপিএলের সহকারী ব্যবস্থাপক আশরাফুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।