সাবেক যুগ্ম সচিব নাসিরুল হকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১২ মার্চ ২০১৬

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব একেএম নাসিরুল হক (৬৯) শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা গ্রহণ করছিলেন।

বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য হিসেবে একেএম নাসিরুল হক তার দীর্ঘ কর্মজীবনে জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস, নৌপরিবহণ মন্ত্রণালয়, বিদেশে বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

স্ত্রী, তিনপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। নিউ ইয়র্ক থেকে নাসিরুল হকের মরদেহ দেশে পৌঁছালে কুমিল্লা জেলার হোমনা থানার দৌলতপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মরহুমের চাচাতো ভাই গণযোগাযোগ অধিদফতরের উপপরিচালক একেএম আজিজুল হক জানিয়েছেন।

শুভানুধ্যায়ীদের প্রয়োজনে ০১৫৫২-৪১২৮৪৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন আজিজুল হক।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।