শেখ হাসিনা কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, কৃষিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ফলে প্রতি বিঘা জমিতে ২৫ মণের অধিক ধান আবাদ সম্ভব হচ্ছে। নতুন নতুন জাত মাঠে ছড়িয়ে দিতে কৃষিবিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করছেন। কৃষিতে জাতির পিতার দর্শন ও ভাবনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, গবেষণাগার তৈরি ও গবেষণার কাজে অর্থ বরাদ্দ দিয়ে কৃষিতে এ বিপ্লব ঘটিয়েছেন।
শনিবার (১০ জুন) পাবনার সাঁথিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, দেশের প্রয়োজনীয় পেঁয়াজ-রসুনের চাহিদা অনেকটাই পূরণ হয় পাবনা জেলা থেকে। মসলাজাতীয় এ ফসলটির উৎপাদন আরও বৃদ্ধি করতে ও দেশীয় পদ্ধতিতে সংরক্ষণে কৃষকদের নিয়মিত সহায়তা করে আসছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশের একটি। উৎপাদন আরও বৃদ্ধি করে দেশে পেঁয়াজের আমদানিনির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়।
টুকু বলেন, জাতির পিতা বলেছিলেন, ‘বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না’। বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারেনি, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উত্তরাঞ্চলে আজ মঙ্গা নেই। এ অঞ্চলের মানুষ ধান, পেঁয়াজ, রসুন, পাট, বিভিন্ন ফল আবাদ করে নিজেরা স্বাবলম্বী হয়েছেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা খোকন ও মোছা. সেলিমা সুলতানাসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিনে সাঁথিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার শেষ প্রান্তে এসে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, ধূমপান ও মাদকমুক্ত একটি উন্নত দেশ।
এইচএস/ইএ/এমএস