বৈবাহিক ধর্ষণকে অপরাধ বললেন ইউএনডিপি প্রধান
বহু দিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে গণ্য করার দাবি করা হচ্ছে। গত বছর একটি মামলার শুনানির সময় এ ধরনের দাবিকে খারিজ করে দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। আদালত থেকে ঘোষণা করা হয়েছিল পরিবারকেন্দ্রিক ভারতীয় সমাজ ব্যবস্থায় এই ধারণা খাপ খায় না। আর এ কারণে এটাকে কোনো অপরাধ হিসেবে চিহ্নিত করা বা কাউকে এ ধরনের অপরাধের জন্য শাস্তি দেয়া যাবে না।
অপরদিকে পার্লামেন্টের একটি লিখিত আবেদনের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী বলেছেন, ভারতে এই ভাবনা কার্যকর করা প্রায় অসম্ভব।
তার ওই বিবৃতির মাত্র একদিন পরেই দ্য হিন্দুর এক সাক্ষাতকারে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা হেলেন ক্লার্ক বলেন, এই ইস্যুটি একটি সম্মতি, এটা কোনো সংস্কৃতি নয়। এ ধরনের বিষয়ে ভারত যদি কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে না পারে তবে তারা উন্নয়নের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে না।
তিনি আরো বলেন, আমার এ বিষয়ে কোনো কিছু বলার নেই। আমার কাছে একটা বিষয়ই পরিস্কার সেটা হচ্ছে এ বিষয়ে সবার সম্মতি প্রয়োজন। তবে পারিবারিকভাবে নির্যাতন বা নিপীড়নের শিকার নারীদের জন্য পুলিশ বা পরিবারের লোকজন আগে কিছুই করত না। এটা পারিবারিক বলে হয়তো পুলিশের লাভবান হওয়ার কোনো উপায় ছিল না। তাই তারাও এ বিষয়ে তেমন কোনো ব্যবস্থা নেয় নি। পরিবারে নারীকে নির্যাতন অন্যান্য অপরাধের মতই জঘন্য অপরাধ। এ বিষয়ের সবাইকে সচেতন হতে হবে।
টিটিএন/এবিএস