বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির সুপারিশ


প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৪ মার্চ ২০১৬

বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির সুপারিশ করেছে ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটি। জাতীয় সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত সাব-কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
 
ইউএনএফপিএ এর অর্থায়নে জাতীয় সংসদ সচিবালয় বাস্তবায়নাধীন Strengthening Parliament’s Capacity in Integrating Population Issues into Development (SPCPD)  শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত ‘মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে মাতৃমৃত্যু হার কমানোর জন্য মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরের নীচে না কমানো এবং মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করার সুপারিশ করা হয়।
 
কমিটি বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, কাজী ও স্কুল শিক্ষকদের সম্পৃক্ত করে প্রচার প্রচারণার জোরদার করার সুপারিশ করে। এছাড়াও দেশের কমিনিটি ক্লিনিকগুলোকে বাল্য বিবাহ প্রতিরোধের দায়িত্ব অর্পণ করা এবং ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির সুপারিশ করে।
 
বৈঠকে মাতৃমৃত্যু প্রতিরোধে ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের সেবা প্রাপ্তি উন্নতকরণ ও নিশ্চিতকরণের সুপারিশ করা হয় । এছাড়াও নির্যাতিত, দুঃস্থ ও অসহায় নারীদের জন্য স্বাস্থ্য সেবা প্রাপ্তি নিশ্চিতকরণের জোরালো সুপারিশ করা হয়।

চিফ হুইপ আ. স. ম. ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাবিবে মিল্লাত, ফজিলাতুন নেছা, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বেগম রেবেকা মমিন  এবং বেগম সানজিদা খানম এম.পি অংশ নেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. আবদুর রব হাওলাদারসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এইচএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।