তরুণদের উন্নয়নে কাজ করছেন রবিন রাফান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৩ জুলাই ২০২৩

রবিন রাফান একজন সংগীত শিল্পী এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। তার অসামান্য দক্ষতা, উদ্ভাবনী কন্টেন্ট তৈরির পদ্ধতি এবং অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছেন। শুরুতেই তিনি টিকটক ভিডিও তৈরি করে নিজের পথ চলা শুরু করেছিলেন। তার শিক্ষামূলক কন্টেন্টগুলো দর্শকদের মধ্যে
ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রবিন রাফান ফেসবুক, টিকটক, ইউটিউব, লিংকেডিন, ইনস্টাগ্রাম এবং টুইটারে সব সময়ে সক্রিয়।

রবিন রাফানের আসল নাম ওবায়দুর রহমান এবং তিনি তার ছেলের নাম রাফানের সঙ্গে তার ডাকনাম রবিন দিয়ে চ্যানেলের নাম রাখেন রবিন রাফান। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তার অবিশ্বাস্য প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুত বিশ্বব্যাপী পরিচিতি পান। সংগীতের প্রতিভা তার শৈশব থেকেই। রবিন রাফানের সংগীত প্রায়শই আত্ম-আবিষ্কার, স্থিতিস্থাপকতা এবং মানুষের অভিজ্ঞতার থিমগুলোতে জড়িত থাকে। তিনি এখন স্পটিফাই, ডিজার, সাউন্ড ক্লাউড, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ইত্যাদিতে একজন ভেরিফাইড শিল্পী এবং একজন সংগীত বিনোদনকারী হিসেবে তার যাত্রা অব্যাহত রেখেছেন।

কিন্তু রবিন রাফানের প্রতিভা সুমধুর মিউজিক্যাল ফিল্ডে তৈরিতে থেমে নেই। বিষয়বস্তু তৈরির জন্য তার সৃজনশীলতা এবং প্রতিভা প্রসারিত করে, তিনি দৃশ্যত আনন্দদায়ক মিউজিক ভিডিও এবং চিন্তা-উদ্দীপক শর্ট ফিল্ম দিয়ে তার শ্রোতাদের আকৃষ্ট করেন। বিষয়বস্তুর সঙ্গে সৃজনশীল গল্প বলার ক্ষমতা এমন কিছু যা তাকে বিষয়বস্তু নির্মাতাদের আন্তর্জাতিক শিল্পে তার সমবয়সীদের থেকে আলাদা করে এবং প্রত্যেককে বিষয়বস্তুর অংশ দর্শকদের জন্য হয়ে থাকছে একটি স্মরণীয় অভিজ্ঞতা।

রবিন রাফানের প্রধান পেশা ফ্রিল্যান্সিং। ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বিষয়ে তার ব্যাপক জ্ঞান রয়েছে। এ অভিজ্ঞতা থেকে, সাম্প্রতিক রবিন রাফান বিশ্বব্যাপী মানুষের জন্য একটি নতুন যাত্রা শুরু করেছেন।

তিনি তার ইউটিউব চ্যানেলের নাম ‌‘রবিনরাফান একাডেমি’তে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে বিনামূল্যে শিক্ষা দেওয়া শুরু করেছেন। অল্প সময়ের মধ্যে এ ইউটিউব চ্যানেলটি ৫২ হাজারের বেশি সাবস্ক্রাইবার পেয়েছে।

রবিন রাফান কনটেন্ট ক্রিয়েশনে লোকদের দক্ষ হতে সাহায্য করার জন্য কাজ শুরু করছে www.robinrafan.com ওয়েবসাইট থেকে । কোন প্রকার পেইড কোর্স না করেও আগ্রহী মানুষ এই সাইট থেকেই শিক্ষার অনেক উপাদান পাবেন।

রবিন রাফান বিশ্বব্যাপী ভক্তদের আকৃষ্ট করার পাশাপাশি, তিনি তার আবেগ, নিষ্ঠা এবং অঙ্গীকার যেহেতু রবিন রাফানের জীবনের নতুন অধ্যায় অপেক্ষা করছে, এটা নিশ্চিত যে তিনি একজন শৈল্পিক স্বপ্নদর্শী হিসেবে বিনোদন শিল্পে একটি অমোঘ ছাপ রেখে যাবেন।

জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।