তিনটি অঙ্গরাজ্যে জয়ী ট্রাম্প ওহাইওতে পরাজিত


প্রকাশিত: ০৪:২০ এএম, ১৬ মার্চ ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে পাঁচটি অঙ্গরাজ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে তিনটি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন  রিপাবলিকান দলের প্রথম সারিতে থাকা মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।  তবে তিনটি অঙ্গরাজ্যে জয় পেলেও গুরুত্বপূর্ণ ওহাইও-তে পরাজিত হয়েছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা ও মিসৌরির প্রাথমিক নির্বাচনে জয়ী হয়েছেন। আর ওহাইও অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন সেখানকার গভর্নর জন কেইসিক। এই অঙ্গরাজ্যে জয়ের মাধ্যমে প্রাথমিক নির্বাচনে প্রথম কোন জয় ছিনিয়ে নিলেন তিনি। এর আগে আর কোনো অঙ্গরাজ্যে বিজয়ী হতে পারেন নি কেইসিক। তবে প্রাথমিক নির্বাচনে ওহাইও অঙ্গরাজ্য খুবই গুরুত্ব বহন করে। এখানে ট্রাম্পের পরাজয় তাকে হোয়াইট হাউজের দৌঁড়ে পেছনে ফেলতে পারে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।