বুদ্ধিজীবীদের কটূক্তির মামলায় গয়েশ্বরের জামিন আবেদন


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ১৬ মার্চ ২০১৬
ফাইল ছবি

একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কটূক্তির অভিযোগে মানহানির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে হাজির হয়ে তিনি এই আবেদন করেন। বাদীর আইনজীবী তপো গোপাল ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক  আলোচনা সভায় মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে গয়েশ্বর বলেন, তারা ‘নির্বোধের মতো’ মারা গিয়েছিলেন।

এই বক্তব্যের জন্য গত ২১ জানুয়ারি গয়েশ্বরের বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগ আনেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ।

জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।