গভর্নরকে জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে : নোমান
বাংলাদেশ ব্যাংকের সদ্য পদত্যাগ করা গভর্নর ড. আতিউর রহমানকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, আপনি কোথায় সরে যাবেন। আপনি সরে যেতে পারেন না। কারণ আপনাকে ৮০০ কোটি টাকা লোপাট হওয়ার ঘটনায় জনগণের কাছে কৈফিরত দিতে হবে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ধানের শীষ সমর্থক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
‘বিএনপির জাতীয় কাউন্সিল এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভার আব্দুল্লাহ আল নোমান বলেন, আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকে থেকে রাজনীতি করেছেন। কারণ তিনি এক সময় রাজনৈতিক নেতা ছিলেন। ফলে জনগণের সঙ্গে রাজনীতি করে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ লুটপাট করা হয়েছে। যার ফলশ্রুতিতে দেশ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে।
নির্বাচন কমিশনের আরপিও মোতাবেক রাজনৈতিক দলগুলো পরিচালিত হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা জাতীয় কাউন্সিল করতে সোহরাওয়ার্দী উদ্যানে প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলাম। কিন্তু আমাদের অনুমতি দেয়া হয়নি। এর ফলে সরকার বিরোধী রাজনৈতিক দলের উপর অবিচার করেছে বলে অভিযোগ করেন নোমান।
নোমান বলেন, সরকার জনগণকে দেখাতে চেয়েছিল বিএনপি কাউন্সিল করতে ব্যর্থ হয়েছে। যার ফলে একটি কলমের খোচায় বিএনপির রেজিস্টেশন নির্বাচন কমিশন বাতিল করতে চেয়েছিলেন। পাশাপাশি বিএনপির কাউন্সিল সফল করতে না দেয়ার জন্য সরকার নানা রকম চক্রান্ত করছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র ও পরিকল্পনা আমরা ব্যর্থ করে দেবো।
দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিএনপির জাতীয় কাউন্সিলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলেও জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি ডা. মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ব্যারিস্টার পারভেজ আহমেদ, জাতীয়তাবাদী দেশ বাঁচা্ও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
এমএম/একে/এমএস