মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় নিহত ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জরিফ মিয়া নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জনের আহত হওয়ার ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল উপজেলার নয়নশ্রী গ্রামের সুফিয়ান মিয়ার সঙ্গে প্রতিবেশী জরিফ মিয়ার জমি সংক্রান্ত বিরোধ ছিলো। এর জের ধরে আজ সকালে প্রতিপক্ষের হামলায় জরিফ মিয়াসহ ৪ জন আহত হন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত জরিফ মিয়াকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।
এফএ/আরআইপি