নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৬ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভারী ও শিলা বৃষ্টিতে ফসলি জমির ক্ষতিসহ বিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ এবং সেই সঙ্গে শিলা বৃষ্টি হয়।

শিলা বৃষ্টিতে বিদ্যুতের কাজ করতে গিয়ে মোমিনুল ইসলাম (৩৫) নামে গোপালদী পল্লী বিদ্যুতের এক লাইনম্যান  নিহত হয়েছেন। তার বাড়ি পঞ্চগড়ে।

গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাজী এমদাদুল হক জানান, ঝড়ের সময় গোপালদী পল্লী বিদ্যুতের আওতাধীন মোল্লার চর এলাকায় সাবস্টেশনে কাজ করছিল কয়েকজন লাইনম্যান। হঠাৎ ঝড় শুরু হলে কিছু বুঝে উঠার আগেই মোমেন বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি ৪ বছর ধরে গোপালদী পল্লীবিদ্যুতের অফিসে কাজ করছিল।

এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় শিলা বৃষ্টি ও ঝড়ে বোরো ধানের বেশ ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ক্ষতি সাধিত হয়েছে তরকারি, গম, ভুট্টা, কাউন ইত্যাদি ফসলের। শিলা বৃষ্টির কারণে এলাকার আমের মুকুল ও গুটি ঝরে যায়।

এলাকাবাসী বলছেন, এবার অন্যান্য বছরের তুলনায় আমের মুকুল ও গুটি অনেক বেশি দেখা গেছে। কিন্তু প্রায় ৩০ মিনিটের শিলা বৃষ্টিতে সব ঝরে পড়ে একাকার হয়ে গেছে। অনেক কৃষকের এখন মাথায় হাত।

শাহাদাত হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।