বগুড়ায় ইয়াবাসহ ভাই-বোন আটক
বগুড়ায় রাইচ কুকারের ভেতর থেকে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ সময় র্যাব সদস্যরা রাইচ কুকারের মালিক বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার (হাকির মোড়) মাসুমের মেয়ে কোহিনুর বেগম (৩৮) এবং তার ছোট ভাই আলিফকে (৩২) আটক করে।
মঙ্গলবার রাতে এসএ পরিবহনের বগুড়া অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই তথ্য জানায়।
র্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রাইচ কুকারের ভেতরে করে ইয়াবার একটি বড় চালান বগুড়ায় আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা এসএ পরিবহনের বগুড়া অফিসের সামনে ওৎ পেতে থাকে। মঙ্গলবার রাত ১০টার দিকে দুই যুবক-যুবতী এসএ পরিবহন থেকে একটি রাইচ কুকার নিয়ে বেরিয়ে আসার পর র্যাব তাদের আটক করে। এরপর রাইচ কুকার খুলে রাইচ কুকারের কয়েলের নিচে রাখা ১৯টি পলিথিনের ব্যাগে মোড়ানো সাড়ে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। প্রতিটি ব্যাগে ৪শ পিস করে ইয়াবা ট্যাবলেট ছিল। এরপর রাইচ কুকার নিতে আসা দু’জনকে আটক করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মফিজুল ইসলাম ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
লিমন বাসার/এসএস/এমএস