খিলগাঁওয়ে ফ্যানের সঙ্গে ঝুলে ছিল যুবকের নিথর দেহ
রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকার একটি বাসা থেকে অপু দাস (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালের দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আমরা সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে খিলগাঁও ৪ নম্বর পূর্ব গোড়ানের একটি বাসায় গিয়ে ফ্যানের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানার ডাহরপাড়া সরারচরে। বাবার নাম সুভাষচন্দ্র দাস। বর্তমানে পূর্ব গোড়ান এলাকায় থাকতেন। অপু দাস এইচ আর এইচ নামের একটি পোশাক কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
এসআই আতাউর রহমান জানান, কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কিংবা আদৌ এটি আত্মহত্যা কি না বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল-আমিন/এমকেআর/এএসএম