বাণী-বচন : ১৭ মার্চ ২০১৬
বাণী
নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।
-হযরত আলী (রা)
নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।
-জ্যাক দেলিল
প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপদজনক। -আব্রাহাম লিংকন।
বচন
কি করো শ্বশুর লেখা জোখা,
মেঘেই বুঝবে জলের রেখা।
কোদাল কুড়ুলে মেঘের গাঁ,
মধ্যে মধ্যে দিচ্ছে বা।
কৃষককে বলোগে বাঁধতে আল,
আজ না হয় হবে কাল।
এইচআর/আরআইপি