আজকের ধাঁধা : ১৭ মার্চ ২০১৬


প্রকাশিত: ০২:৩১ এএম, ১৭ মার্চ ২০১৬

ধাঁধা :
১. ‘মাটির তলায় থাকে,
     জলেরও গায়ে।
     শেষ বর্ণটি মুছে দিলে
     ধরে মেয়ে ও মায়ে।’

২. ‘মামার বাড়ি গেলাম,
     খুলেই তবে বসলাম।’

৩. ‘মাটির হাড়ি কাঠের গাই,
     শীতকালে দোয়ায়া খাই।’

৪. ‘মরা দেহে হেঁটে যায়,
     দুই পা গিলে খায়।’

উত্তর :
১. শিকড়
২. জুতো
৩. খেজুর রস
৪. জুতো

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।