জাতীয় পরিবেশ উৎসবের ঢাকা আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৩ জুলাই ২০২৩

টেল প্লাস্টিকস-এর পৃষ্ঠপোষকতায় ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক আয়োজিত ‘জাতীয় পরিবেশ উৎসব’-এর ঢাকা আঞ্চলিক বাছাই পর্ব সম্পন্ন হলো। শুক্রবার (২১ জুলাই) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে এর আয়োজন করা হয়।

আয়োজনের আঞ্চলিক আয়োজক হিসেবে ছিল সত্যেন বোস বিজ্ঞান ক্লাব, বুয়েট এবং সার্বিক সহযোগিতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। দিনব্যাপী এই উৎসবে অংশ নেয় রাজধানীর ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত এক হাজার ৫০০ শিক্ষার্থী।

jagonews24

পরিবেশ অলিম্পিয়াড, পরিবেশ কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী ছিল আরও ভিন্ন ভিন্ন আয়োজন।

মূলত পরিবেশ ও জলবায়ুবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত বছর থেকে প্রাণ-আরএফএল গ্রুপের প্লাস্টিক রিসাইক্লিং প্রতিষ্ঠান টেল প্লাস্টিকসের পৃষ্ঠপোষকতায় ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক এ পরিবেশ উৎসবের আয়োজন করে আসছে।

jagonews24

গত বছর শুধু ঢাকাতে আয়োজিত হলেও এ বছর উৎসবের আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এবারের আঞ্চলিক বাছাই পর্বের সেরা ১০২ জন বিজয়ী অংশ নেবে জাতীয় পর্বে ।

ঢাকা আঞ্চলিক বাছাই পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী ২৪ জুলাই বুয়েটের সেমিনার হলে। পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

jagonews24

জাতীয় পরিবেশ উৎসবের ফটোগ্রাফি পার্টনার হিসেবে আছে ফটোমেট্রি এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে জাগো নিউজ ২৪.কম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ম্যাসেঞ্জার, দীপ্ত টেলিভিশন এবং কালের কণ্ঠ।

এরই মধ্যে জাতীয় পরিবেশ উৎসব-এর রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।