মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনায় মূলঘরে নির্বাচন স্থগিত
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজামান মঞ্জুর মনোনয়ন পত্র ছিনতাইয়ের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ওই ইউনিয়নের নির্বাচন স্থগীত করা হয়েছে।
বাগেরহাট জেলা নির্বাচন অফিসার মো. রুহুল আমীন মল্লিক এ তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এক সতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগের প্রেক্ষিতে জেলা নির্বাচন অফিস বিষয়টি তদন্ত করে। পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক এক জন উপসচিবের নেতৃত্বে এঘটনার তদন্ত করার পর সত্যতা পাওয়ায় নির্বাচন কমিশন ওই ইউনিয়নের নির্বাচন স্থগীত করার আদেশ দেয়।
শওকত আলী বাবু/এফএ/পিআর