বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা
ফাইল ছবি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে রাজধানীর নগর ভবন প্রাঙ্গনে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে সাংস্কৃতি অনুষ্ঠানে নগর সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। পরে শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের থেকে পুরস্কার বিতরণ করা হয়।
কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র গোলাম আশরাফ তালুকদার প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দেন। এছাড়াও আলোচনা সভায় কাউন্সিলর এম এ হামিদ, হাসিবুল ইসলাম মানিক, এপিএস আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস/এসকেডি/এবিএস