অনন্ত হুয়াজিং গার্মেন্টসের ১৯ শ্রমিককে সাময়িক বরখাস্ত


প্রকাশিত: ০২:১১ পিএম, ১৭ মার্চ ২০১৬
ফাইল ছবি

আদমজী ইপিজেডের হুয়াজিং লি. নামক গার্মেন্টসের ১৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে গার্মেন্টস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বরখাস্তের নোটিশ ইপিজেডের প্রধান ফটকে ঝুলিয়ে দেওযা হয়েছে।

গত ১৪ মার্চ কারখানার সুপারভাইজারকে মারধরসহ নানা অভিযোগ এনে তাদেরকে বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃত শ্রমিকরা হলেন, মিরাজ হোসেন, আমিনুর রহমান, রাসেল মিয়া, জামাল উদ্দিন, নূরে আলম, রফিকুল ইসলাম, ইদ্রিস আলী, খায়রুল ইসলাম, মো. বশির, মো. সাখাওয়াত হোসেন, আরিফুল ইসলাম, শাহআলম, শহিদুল, মাহবুব আলম, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, অলিউল্ল্যাহ ও রুহুল আমিন।

গার্মেন্টসের ম্যানেজার প্রশাসন সৈয়দ ফজলে মুনীর ইয়াহ-ইয়া স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ওই ১৯ শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বরখাস্তকৃত শ্রমিকদের কাছে ঘটনার দিনের প্রকৃত ঘটনার সন্তোষজনক ব্যাখা প্রদান না করলে স্থায়ীভাবে তাদেরকে বরখাস্ত করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

গার্মেন্ট অভ্যন্তরে সংঘর্ষ ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে কারখানাটি গত ১৪ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় ইতোপূর্বে সংঘর্ষের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন। পুলিশ কারখানার ৪ শ্রমিককে গ্রেফতার করেছে।

হোসেন চিশতী সিপলু/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।