ইতালিতে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন পালন


প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৭ মার্চ ২০১৬

ইতালিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রোম দূতাবাস কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় দূতাবাসের আয়োজনে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা   জানানোর মধ্যদিয়ে বাংলাদেশের সঙ্গে মিল রেখে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়েছে।

রোম দূতাবাসে প্রজেক্টর দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেখানো হয়। এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মো. শাহাদাত হোসেন। এরপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে ইকোনোমিক কাউন্সিলর ড. মফিজুর রহমান, দ্বিতীয় সচিব আইরিন ইসলাম জুলি, হেড অব চ্যান্সেলর রফিকুল আলম, কাউন্সিলর রুবায়াত ই আশিক।

এ সময় বক্তব্য দেন ইতালি আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ ঢালী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি হাবীব চৌধুরী, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল হোসেন, মহিলা লীগের সভাপতি ইয়াসমীন আক্তার রোজী, সাধারণ সম্পাদক নয়না আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, মেহেদি হাসান প্রমুখ।

এসময় ৬ মার্চে গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশু-কিশোরদের জন্য ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রদূতসহ অন্যান্য সুধীজন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]