রিজার্ভ চুরি : সিআইডি-এফবিআই বৈঠক রোববার


প্রকাশিত: ০৫:২৭ এএম, ১৮ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তের বিষয়ে রোববার বৈঠক করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই। সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আবদুল্লাহ হেল বাকি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে এক সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার এফবিআইয়ের সঙ্গে তাদের বৈঠক করবেন। তবে সেদিন কার্যদিবস না হওয়ায় শিডিউল পরিবর্তন করে রোববার বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
বৈঠকে এফবিআইয়ের সঙ্গে তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি এজেন্ডা ছাড়াও টাকা ফেরতের  বিষয়টি উঠে আসবে বলে জানিয়েছে তদন্ত সুত্র।
 
এআর/জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।