কেন্দ্র দখলের আশঙ্কায় বিএনপির সংবাদ সম্মেলন
সরকার দলীয় ক্যাডার ও বহিরাগত সন্ত্রাসীদের জাল ভোটের মাধ্যমে কেন্দ্র দখলের আশঙ্কা ও নেতা কর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন করেছেন দলের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে ফেনী শহরের এসএসকে সড়কে একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকার দলীয় ক্যাডার ও বহিরাগত সন্ত্রাসীরা শুক্রবার থেকে তাদের আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য পৌর এলাকায় অবস্থান নিয়েছে।
এছাড়া দলীয় ক্যাডাররা আনসারের পোষাক পরে কেন্দ্রে দায়িত্ব পালন করার নীল নকশা তৈরি করছে বলে তারা অভিযোগ করেন। সোনাগাজী পৌরসভার নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী জামাল উদ্দিন সেন্টুকে নির্বাচিত করার লক্ষ্যে নেতা কর্মীরা ঐক্যবদ্ধ বলেও তারা জানান।
এসময় বিএনপি নেতৃবৃন্দ সোনাগাজী পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলু, সাবেক পৌর বিএনপি সভাপতি আলা উদ্দিন গঠন, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, সাবেক সাধারণ সম্পাদক মো. সামছু উদ্দিন খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জহিরুল হক মিলু/এফএ/এবিএস