সোনাগাজীতে সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কা


প্রকাশিত: ০৭:৩১ এএম, ১৯ মার্চ ২০১৬

সোনাগাজীতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। শনিবার সকালে ফেনী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নানা অভিযোগ উত্থাপন করেন বর্তমান মেয়র ও বিএনপি সমর্থিত প্রার্থী জামাল উদ্দিন সেন্টু।

সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ, সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা ভোটারদের হুমকি-ধামকি দিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছে। ভোট ডাকাতির উদ্দেশ্যে শুক্রবার থেকে ভোট কেন্দ্রগুলোতে অস্ত্রসহ বহিরাগতরা অবস্থান নিচ্ছে।

তারা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের নিরপক্ষ ভূমিকার প্রশংসা করে বলেন, শুক্রবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে।

এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন দোলন, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলালসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জহিরুল হক মিলু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।