এসডি এশিয়ার স্টার্টআপ ‘ইনোভেশন এক্সট্রিম’
স্টার্ট আপ ইভেন্ট ‘ইনোভেশন এক্সট্রিম’ আয়োজন করেছে কন্টেন্ট এবং ইভেন্ট প্লাটফর্ম এসডি এশিয়া । শনিবার ঢাকার র্যাডিসন হোটেলে ওয়াটার ব্লু গার্ডেনে ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে ।
মোবাইল অপারেটর গ্রামীণফোনের স্পন্সর করা এই ইভেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল ফেসবুক, দৈনিক ইত্তেফাক এবং টেক ইন এশিয়া। গ্রামীণফোনের পাশাপাশি মাইক্রোসফট, আইপিডিসি এবং টপ অফ মাইন্ডও স্পন্সর করছে এই ইভেন্টে।
‘বাংলাদেশ : দ্যা নেক্সট টেক ফ্রন্টিয়ার’ থিম নিয়ে অনুষ্ঠিত হয়েছে এ ইভেন্ট। এবারের ইভেন্টে দেশের ২৫টি স্টার্টআপসহ ২৫ জন নামকরা ইন্ডাস্ট্রি ব্যক্তিত্ব অংশ নিয়েছেন।
ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, ফেসবুক, মাইক্রোসফট, বোস্টন কন্সাল্টিং গ্রুপ, সিগনাল ভেঞ্চার্স, মাস্টার্কার্ড, আইএমজে ইনভেস্টমেন্ট পার্টনার্স, বঙ্গ, টপ অফ মাইন্ড, রেজার ক্যাপিটাল, সহজ ডট কম, গো বিডি , বিডি জবস, চালডাল ডটকম, এইটরোডস ভেঞ্চার এবং এসডি এশিয়া সহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নিয়েছেন ‘ইনোভেশন এক্সট্রিম’ ইভেন্টটিতে।
এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মোস্তাফিজুর রাহমান খান জানান, “এক দিনের ‘ইনোভেশন এক্সট্রিম’ ইভেন্টে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় স্টার্টআপগুলো তাদের প্রজেক্ট তুলে ধরার সুযোগ পেয়েছে। একই ছাদের নিচে এই ইভেন্টে ইন্টারনেট এবং টেক নিয়ে জড়িত উদ্যোক্তা, বিনিয়োগকারীদের নিয়ে আসতে পেরে আমরা সত্যিই আনন্দিত”।
ইভেন্টটি সম্পর্কে এসডি এশিয়ার সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের বলেন, “নিঃসন্দেহে এবারের ‘ইনোভেশন এক্সট্রিম’ গতবারের চেয়েও বড় পরিসরে হতে যাচ্ছে যা নেটওয়ার্কিংয়ের জন্য সবচেয়ে কার্যকর। সেরা স্টার্ট আপগুলো তাদের প্রোজেক্ট দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে পারবে। এবারের ইভেন্টে আমরা গতবারের চেয়েও বেশি বিনিয়োগকারীদের নিয়ে আসতে পেরেছি”।
ইনোভেশন এক্সট্রিম সম্পর্কে এসডি এশিয়ার সহ-প্রতিষ্ঠাতা সামাদ মিরালি বলেন, “টেক নিয়ে সবারই আগ্রহ থাকে বেশি। ‘ইনোভেশন এক্সট্রিম’ বাংলাদেশের টেক ব্যবসা নিয়ে ধারণা পাওয়ার সবচেয়ে উপযুক্ত ইভেন্ট। ছোট ছোট উদ্যোক্তারা এই ইভেন্টেই বড় বড় বিনিয়োগকারীদের সঙ্গে পরিচিত হতে পেরেছে।
আরএম/এসকেডি/এবিএস