নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি পোশাক শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১১ আগস্ট ২০২৩
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন পোশাক শ্রমিকরা

নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ও সোয়েটারের পিসরেট নির্ধারণসহ সব গ্রেডের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা।

শুক্রবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাসা ভাড়াসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পোশাক শ্রমিকরা দুর্বিষহ জীবন যাপন করছেন। তাই অবিলম্বে পোশাক শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। পাশাপাশি বেসিক ৬৫ শতাংশের নিচে করা যাবে না। বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ এবং ৭টি গ্রেডের পরিবর্তে ৫টি গ্রেড করারও দাবি জানান তারা।

এ সময় আগামী এক মাসের মধ্যে নতুন মজুরি ঘোষণারও দাবি জানান শ্রমিক নেতারা। দাবি আদায়ে সরকারের কার্যকর উদ্যোগ দেখা না গেলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, উপদেষ্টা আব্দুল্লাহ আল ক্বাফি রতন, সহ-সভাপতি জলি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ।

এএএম/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।