পাকিস্তানের নারী দলের কাছে হেরে গেল ভারত


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৯ মার্চ ২০১৬

বোলিংয়েই বোঝা গিয়েছিল পাকিস্তানের নারী ক্রিকেটারদের কাছে হেরে যাচ্ছে ভারত। দিল্লির ফিরোজ শাহ কোটলায় সানা মিরদের সামনে মাত্র ৯৬ রানের লক্ষ্য দিতে পেরেছিল মিথালি রাজরা। এই লক্ষ্য বেশ স্বাচ্ছন্দেই পার হয়ে যাচ্ছিল পাকিস্তান।

কিন্তু মাঝপথে নামে বৃষ্টি। এতটাই মুষলধারে যে শেষ পর্যন্ত ম্যাচটা আর মাঠেই গড়ানো গেলো না। ফলে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাকিস্তানকেই ২ রানে জয়ী ঘোষণা করলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

ভারতের করা ৯৬ রানের জবাবে ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছিল পাকিস্তান। ২৪ বলে জয়ের জন্য তখনও ২০ রান প্রয়োজন ছিল ভারতের। এ সময়ই নামে বৃষ্টি।

বিশ্বকাপে পাকিস্তানের পুরুষ দল কখনও ভারতকে হারাতে পারেনি। আজও পারবে কি না সন্দেহ। তবে পুরুষরা না পারলেও নারীরা ঠিকই পেরেছে। ভারতের নারীদের হারিয়ে দিয়ে সেমির পথে অনেকটাই এগিয়ে গেলো পাকিস্তান নারী ক্রিকেট দল।

৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার নাহিদা খান এবং সিদরা আমিন ভালোই সূচনা এনে দেন পাকিস্তানকে। দলটির সেরা ব্যাটসম্যান বিসমাহ মারূফ আউট হয়ে যান ৫ রান করে। মুনিবা আলি ১২ রানে অপরাজিত থাকেন। ইরাম জাভেদ করেন ১০ রান।

তবে আসমাভিয়া ইকবাল এবং সানা মির দ্রুত রানআউট হয়ে গেলে খেলায় নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ভারতও জয়ের পরিস্থিতি তৈরি করে; কিন্তু, বৃষ্টি তাদের সব সম্ভাবনা শেষ করে দেয় এবং জয় পেয়ে যায় ভারত।

আইএইচএস/আরআইপি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।