বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি


প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৯ মার্চ ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাঠ্যবইয়ে অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ইতিহাস, একটি আন্দোলন। তাই জাতির সঠিক ইতিহাস জানতে হলে এটি পড়া দরকার। পাঠ্যবইয়ে অর্ন্তভুক্ত করা প্রয়োজন।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করেন।

ফজলে রাব্বি মিয়া বলেন, রাজাকার, আলবদরদের সাথে মুক্তিযোদ্ধাদের কোন তুলনা নেই। কিন্ত বর্তমান সময়েও এ দুয়ের মধ্যে পার্থক্য দেখা যায়। সেটি, রাজাকারদের মধ্যে ইউনিটি আছে। সেখানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের ইউনিটি নেই। তাই তিনি এ ইউনিটি গড়ে তোলার আহ্বান জানান বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সদস্যদের কাছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এম এ বারী। সভাপতি ছিলেন, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সভাপতি এ কে এম রহমতউল্লাহ।

এমএইচ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।