সৌদি সীমান্তে গোলাবর্ষণ করেছে ইয়েমেন
সৌদি সীমান্তে গোলাবর্ষণ করেছে ইয়েমেন। শুক্রবার সৌদি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সীমান্তের কাছে ইয়েমেন থেকে হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে ওই হামলা থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ওই হামলায় একটি মসজিদ এবং বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল আরাবিয়ার।
গত সপ্তাহে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা এবং বন্দি বিনিময় বিষয়ে একমত হয়েছে সৌদি আরব এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
জাযান প্রদেশের আল রাউহা এবং আল রোকোউবায় ওই গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।
টিটিএন/আরআইপি