চার বছর পর পাগল নিয়ে পারভেজ
সুফি ঘরানার জনপ্রিয় শিল্পী পারভেজের শেষ একক প্রকাশ পেয়েছিল ২০১২ সালের বৈশাখে। নাম ছিল ‘প্রহর’। তারপর কেটে গেছে চার চারটি বছর। ভক্তদের অপেক্ষা ছিলো আবার কবে নতুন অ্যালবাম নিয়ে হাজির হবে ‘যাবি যদি’ খ্যাত এই গায়ক।
অবশেষে শিল্পী সেই অপেক্ষার পালা ভাঙ্গতে যাচ্ছেন। জানা গেল, আসছে বৈশাখ উপলক্ষেই নিজের তৃতীয় একক প্রকাশ করবেন পারভেজ। সিএমভির ব্যানারে তার নতুন একক অ্যালবামের নাম ‘পাগল’।
এখানে শ্রোতারা শুনতে পাবেন নয়টি নতুন গান। এরমধ্যে চারটি গানের কথা ও সুর করেছেন সৌমিক কুন্ডু। প্রদীপ সাহার কথায় তিনটি গানের সুর করেছেন অভি আকাশ আর তাতে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ট্র্যাডিশনাল কাওয়ালি গানসহ আরো থাকছে সুমন কল্যানের সুর সংগীতে একটি বিশেষ গান।
অ্যালবামের নাম ‘পাগল’ প্রসঙ্গে পারভেজ বলেন, ‘আমি তো পাগলই। তবে সেটা গানের জন্য। পাগল না হলে কী একটা অ্যালবাম গুছাতে চার বছর সময় খেয়ে ফেলি? আগে কতটা কী করেছি জানি না। তবে এবার চেষ্টা করেছি শুধু নিজের পছন্দটাকে শ্রোতাদের কাছে তুলে ধরতে। আশা করছি গানগুলো শুনলে গানের প্রতি আমার নিখাদ পাগলামিটা অনুভব করবেন সবাই।’
‘পাগল’ অ্যালবামটিতে স্থান পাওয়া গানগুলোর শিরোনাম হলো ‘ফিরে আসলি না’, ‘আজ রাত’, ‘ওরে প্রেম’, ‘বিধাতা জানে’, ‘একা বসে’, ‘মন শহরে’ প্রভৃতি। সিএমভি সূত্র জানায়, চলতি সপ্তাহে অ্যালবামটি ডিজিট্যালি ও ফিজিক্যালি প্রকাশ পাচ্ছে।
এলএ/পিআর