ঝালকাঠি পৌরসভায় আ.লীগের লিয়াকত আলী নির্বাচিত


প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২০ মার্চ ২০১৬

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লিয়াকত আলী তালুকদার ১৭ হাজার ৩২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা (বিদ্রোহী প্রার্থী) নারিকেল গাছ প্রতীকে আফজাল হোসেন পেয়েছেন দুই হাজার ৯১৪ ভোট।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং (১, ২ ও ৩) ওয়ার্ডে তাসলিমা বেগম (ভ্যানিটি ব্যাগ), ২নং (৪, ৬ ও ৭) ওয়ার্ডে আফরিন ইসলাম সুমা (আঙ্গুর), ৩নং (৫, ৮ ও ৯) ওয়ার্ডে নাসিমা কামাল (আঙ্গুর) নির্বাচিত হয়েছেন।

৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন ১নং পশ্চিম চাঁদকাঠি-বিকনা ওয়ার্ডে রেজাউল করীম জাকির (পাঞ্জাবি), ২নং পূর্ব চাঁদকাঠি ওয়ার্ডে মো. হাফিজ আল মাহমুদ (পাঞ্জাবি), ৩নং কৃষ্ণকাঠি ওয়ার্ডে দুলাল হাওলাদার (ডালিম), ৪নং কাশারীপট্টি, আড়ৎদারপট্টি ও পালবাড়ি ওয়ার্ডে মু. মাহবুবুজ্জামান স্বপন (পানির বোতল), ৫নং রায়মঙ্গল ওয়ার্ডে তরুন কর্মকার (উটপাখি), ৬নং বাসন্ডা ওয়ার্ডে মো. শাহ আলম খান ফারসু (ব্ল্যাকবোর্ড), ৭নং কিফাইতনগর ওয়ার্ডে মো. হুমায়ুন কবীর (ব্ল্যাকবোর্ড), ৮নং কাঠপট্টি ও তরকারিপট্টি ওয়ার্ডে মো. সেলিম মুন্সি (ব্ল্যাকবোর্ড), ৯নং সিটি পার্ক, বান্দাঘাট ও কলাবাগান ওয়ার্ডে মো. রফিকুল ইসলাম (উটপাখি)।

আতিকুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।