বিজিবি-বিজিপি পতাকা বৈঠক আজ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর সীমান্ত সমন্বয় সভা ও পতাকা বৈঠক আজ (সোমবার) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেলা ১১টায় টেকনাফস্থ মালঞ্চ রেস্ট হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে বিজিবির পক্ষে লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ এর নেতৃত্বে বাংলাদেশের ৮ সদস্য এবং ১ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর কমান্ডিং অফিসার পুলিশ লে. কর্নেল চটিং জা এর নেতৃত্বে ৮ সদস্য অংশ নেবেন।
দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যকার পতাকা বৈঠকে ইয়াবা, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধসহ উভয় দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন ২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়কের পক্ষে উপ-পরিচালক মো. আহজারুল আলম।
সায়ীদ আলমগীর/এসএস/এমএস